বিজেপিকে ডাকাত বলে অখ্যা দিলেন মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফার ভোট হবে জঙ্গলমহলের ৬০ আসনে। গত বিধানসভা ভোটে তৃণমূলের এ ঘাঁটি অক্ষুণ্ণ থাকলেও লোকসভায় তৃণমূল থেকে মুখ ফেরান ওই অঞ্চলের মানুষ। উজাড় করে দেন গেরুয়া শিবিরকে। লোকসভা ভোটের হিসেবে খুশি হলেও জমি এক চুলও ছাড়তে নারাজ বিজেপি। আর ফের দখল নিতে মরিয়া তৃণমূল। আর তাই শেষ মুহূর্তের প্রচারণায় পরস্পরকে ঘায়েল করতে দেখা যাচ্ছে মোদি-মমতা-অমিত শাহর মতো নেতাদের।

পূর্ব-মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া – এই জেলাগুলোকে মূলত বলা হয় জঙ্গল মহল। এই নামকরণের কারণ যে ওই অঞ্চলে বিস্তীর্ণ ঘন জঙ্গল; সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এক সময় জঙ্গলমহল মানেই ছিল বামপন্থী কিংবা মাওবাদী প্রভাব। কিন্তু ২০০৮ সালের পর থেকেই লাল গড় ক্রমেই মমতার সবুজের গড়ে পরিণত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মমতাবিরোধী হাওয়া প্রবল হওয়ায় ওই অঞ্চলের মানুষ ঝুঁকে পড়েন পদ্মফুলের দিকে।

এক পক্ষ জমি ধরে রাখতে, অন্যপক্ষ হারানো জমি ফেরত নিতে তাই মরিয়া। এদিন এই অঞ্চলে সভায় অমিত শাহ মমতাকে তীব্র আক্রমণ করতে ভোলেননি। অমিত শাহ বলেন, দিদির সরকার তো যাবেই। সেই সঙ্গে আমাদের কর্মীদের যারা মেরেছে দরকার হলে পাতাল থেকে বের করে এনে জেলে পাঠাবো।

ঘাঁটি রক্ষায় ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা। ভোট চাওয়ার পাশাপাশি অধিকারী পরিবারকে আক্রমণও করছেন নিজের ছন্দে।

মমতা বলেন, বিজেপি পার্টি একটি ডাকাত পার্টি। বিজেপি পার্টি একটা জঘন্য পার্টি। বিজেপি পার্টি একটা নগন্য পার্টি। আর আমাদের কিছু বিশ্বাসঘাতক গিয়ে সেখানে জুটেছে। বিশ্বাসঘাতকদের কেউ ক্ষমা করে না।

একইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনকলীন তার অষ্টম সভা ও ভোটের তারিখ ঘোষণার পর চতুর্থ সভায় যোগ দেন। ভোট ঘিরে মোদি আরো ১৫টি সভা করবেন বলে জানিয়েছে বিজেপি।