বিজয়নগর থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মনু মিয়া (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনু মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফিরোজ মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার সকালে র‌্যাব-১৪ এর ভৈরব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন এবং এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা নিয়ে যাওয়ার সময় মনু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা করা হয়েছে।