
নাটোর প্রতিনিধি : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় উল্ল¬াস চললেও নাটোর ছিল অবরুদ্ধ। বিজয়ের পাঁচদিন পর নাটোর শত্রু মুক্ত হয়।
হানাদার বাহিনী রাজশাহী বিভাগের সেক্টর হেড কোয়ার্টার স্থাপন করেছিল নাটোরের দিঘাপাতিয়া গভর্ণর হাউসে। তাই নাটোর পাক হানাদার মুক্ত হতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় লেগেছিল। ১৬ ডিসেম্বর থেকে এ অঞ্চলের পাকিস্তানি সেনা সদস্যরা নাটোরে জড়ো হতে শুরু করে। ২০ ডিসেম্বরের মধ্যে রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও রংপুরে আত্মসমর্পণকারী সকল পাক সেনা তাদের পরিত্যাক্ত গোলা-বারুদ ও যানবাহন নাটোরে নিয়ে আসে।
২১ ডিসেম্বর দিঘাপাতিয়া গভর্ণর হাউসে পাক বাহিনীর অফিসার ও জওয়ান মিলিয়ে মোট ৭,৬৯৫ সেনা সদস্য রসদ ও যানবাহন নিয়ে মেজর জেনারেল নজর হোসেন আনুষ্ঠানিকভাবে মিত্র বাহিনীর লেফট্যানান্ট জেনারেল লসমন সিং এর কাছে আত্মসমর্পণ করেন।
ঐতিহাসিক এ দলিলে পাক বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন নাটোর গ্যারিসনের কমান্ডার ব্রিগেডিয়ার নওয়াব আহমেদ আশরাফ ও মিত্রবাহিনীর পক্ষে ভারতের ১৬৫ মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার রঘুবীর সিং পান্নু। সেই থেকে ঐ দিনটিকেই নাটোর মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।