বিজয় উৎসব

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হাতিরঝিল লেকপাড়ে উৎসুক দর্শনার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নৌকাবাইচ উপভোগ করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এই প্রতিযোগিতা শুরু হয়। দেশের ১০টি জেলা থেকে আসা নৌকাবাইচ প্রতিযোগীরা অংশগ্রহণ করে।

এতে মহিলা ও পুরুষ দুটি বিভাগে নৌকাবাইচরা অংশগ্রহণ করে।

ঢাকা রোয়িং ফেডারেশন প্রতিবারের মতো এবারো নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

মহিলা বিভাগে কেরানীগঞ্জের করুণা বিশ্বাসের দল চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগে বান্দরবন জেলা দল চ্যাম্পিয়ন  হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন্দ্র শিকদার উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য এটাকে ধরে রাখতে হবে। দেশের অনেক নদ-নদীর নাব্য হারিয়ে গেছে। কিন্তু দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দেশের ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ কোনো অজানা দেশ নয়। বাংলাদেশ অনেক এগিয়েছে। আর যারা এক্ষেত্রে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে তাদের কর সুবিধা দেওয়া হবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব অশোক কুমারসহ ঢাকা রোয়িং ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজয় দিবসের উদযাপন ও গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকাবাইচ উপভোগ করতে বিকেল থেকেই বিনোদন প্রেমীরা হাতিরঝিলে উপস্থিত হন। প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত  ছিল বাদক দল।