
নিজস্ব প্রতিবেদক : বরাবরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন প্রান্তে বিজয় উৎসবের আয়োজন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
‘ঐক্য গড় বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ’ এই স্লোগানকে সামনে রেখে বিজয় উৎসব শুরু হবে আজ মঙ্গলবার বিকেলে।
দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসঙ্গীত, পথ নাটক, চলচ্চিত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একক পরিবেশনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালন করবে সংগঠনটি। বিজয় উৎসবে অংশ নেবেন প্রায় তিন শতাধিক সাংস্কৃতিক সংগঠন। শহীদ মিনারসহ রাজধানীর ৯টি মঞ্চে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব উদযাপনের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বরেণ্য সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘বছর পরিক্রমায় আমরা আবারও বিজয় দিবসের দ্বারপ্রান্তে। নানা সংকট ও বিপর্যের মধ্য দিয়ে আমরা এ বছর অতিক্রম করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত, আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে অটুট রাখতে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কর্মসূচি পালন করেছি। দেশব্যাপী জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার ও সচেতন করার পদক্ষেপ নিয়েছি।’
কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে আজ ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর, ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর, মিরপুর সড়ক ও জনপথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মঞ্চে (পাইকপাড়া) ১৪ ডিসেম্বর, মিরপুর-কামাল মজুমদার স্কুল অ্যান্ড কলেজ মাঠ মঞ্চে (রূপনগর) ১৫ ডিসেম্বর, মিরপুর-মুকুল ফৌজ ৬ নম্বর সেকশন মাঠ মঞ্চে ১৬ ডিসেম্বর, বাহাদুর শাহ পার্ক মঞ্চে ১৭ ও ১৮ ডিসেম্বর, উত্তরা রবীন্দ্র স্মরণী মঞ্চে ১৮ ও ১৯ ডিসেম্বর এবং দনিয়া বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ মঞ্চে ১৪ থেকে ১৬ ডিসেম্বর উৎসবের অনুষ্ঠানমালা হবে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে সকল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটি একটি স্বাধীন ও মুক্ত উৎসব। জণগণের অংশগ্রহণ ও সংস্কৃতিকর্মীদের স্বেচ্ছাশ্রমে এ উৎসব অনুষ্ঠিত হয়।