
নিজস্ব প্রতিবেদক : ভারত সরকারের আমন্ত্রণে বিজয় দিবস উদযাপনের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যাচ্ছে।
আগামীকাল ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে দলটি ভারতে যাবে বলে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তারা দেশে ফিরবেন ১৮ ডিসেম্বর।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হিসেবে থাকবেন ৩০ জন মুক্তিযোদ্ধা, ছয়জন সামরিক কর্মকর্তা, তাদের স্ত্রী-সহযোগী, তিনজন সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কূটনৈতিক, আমলা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল ফোর্ট উইলিয়ামসে বিজয় দিবসের অনুষ্ঠানের অংশ নেবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, সফরে দলটি শান্তিনিকেতন পরিদর্শন করবে।
এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ভারত থেকেও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। পাঁচ দিনের সফরে আগামী ১৪ ডিসেম্বর এ দলটি ঢাকায় আসবে। প্রতিনিধি দলে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ২৮ জন ভারতীয় যোদ্ধা, চার সমারিক কর্মকর্তা ও তাদের স্ত্রী-সহযোগীরা আসবেন। তারা বিজয় দিবসে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও স্টাফ অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ওয়ার কোরস ফাউন্ডেশন এবং ঢাকা ক্লাবে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় যোদ্ধাদের মধ্যে পারস্পরিক এই সফর বিনিময় ২০০৫ সাল থেকে শুরু হয়।