বিটিসিএল মগবাজারস্থ এএনএস গেটওয়ে এক্সচেঞ্জ পুনরায় সচল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মগবাজারস্থ এএনএস গেটওয়ে এক্সচেঞ্জ পুনরায় সচল হয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লাইনে ত্রুটিপুর্ণ বিদ্যুৎ সরবরাহের কারণে সিগনালিং কার্ডে ত্রুটি দেখা দেয়। ফলে বিটিসিএলের সঙ্গে মোবাইল গ্রাহকদের যোগাযোগ আজ সকাল থেকে বিচ্ছিন্ন ছিল। এ ছাড়া বিটিসিএলের ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের গ্রাহকদের সঙ্গেও টেলিফোন যোগাযোগও বিচ্ছিন্ন ছিল।

এ বিষয়ে বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা ) মীর মোহাম্মদ মোরশেদ জানান, বিকেলে মগবাজারস্থ এএনএস গেটওয়ে এক্সচেঞ্জের সিগনালিং কার্ডে ত্রুটি দেখা দেয়। যা বিকেলে ঠিক করা হয়েছে। এ ঘটনার জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখিত।