
দু’দফা নির্বাচন হয়ে গিয়েছে। আরও ছ’দফা বাকি। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রচারে বেরিয়েছে তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।
প্রচারে এসে তিনি মন্ত্যব করেন, ‘ঘরে কিন্তু মা–বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস।’
আর তিনদিনের মাথায় তৃতীয় দফার নির্বাচন। এসময় কৌশানীর এমন মন্তব্য জোর বিতর্কের সৃষ্টি করেছে।
‘মুকুল রায়’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে নায়িকাকে বলতে শোনা গিয়েছে ‘ঘরে সবার মা–বোন আছে, ভোটটা ভেবে দিবি’। এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে রাজ্যের ভোট মানচিত্রে সবচেয়ে যুযধান দুই পক্ষের মধ্যে। বিজেপি শিবির এই ভিডিওকে সামনে রেখে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদি বিজেপির অভিযোগ নস্যাৎ করে প্রার্থী নিজের মন্তব্যের সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, ‘বিজেপি শাসিত বিহার, উত্তরপ্রদেশে মেয়েদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে সেটা দেখেই এই মন্তব্য করেছি।’