বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : একটা সময় মোবাইলের বাজারে সাধারণ মানুষের কাছে নকিয়া এবং অভিজাত মানুষের কাছে পছন্দের মোবাইল হিসেবে শীর্ষে ছিল ব্ল্যাকবেরি।
কিন্তু পরবর্তীতে অ্যান্ড্রয়েড অপারেটিং চালিত স্মার্টফোনের যুগের সূচনা হওয়ার পর সাধারণ এবং অভিজাত দুই শ্রেণীর মানুষের কাছেই দ্রুত গ্রহণযোগ্যতা পায় অ্যান্ড্রয়েড। ফলে একদিকে যেমন বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চাহিদা যেমন বাজারে দ্রুত বাড়তে থাকে, অন্যদিকে তেমন দ্রুত গতিতে কমতে শুরু করে ব্ল্যাকবেরির চাহিদা। কারণ বাজারে যেখানে প্রায় সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাণে ঝুঁকে পড়ে, সেখানে ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েডে না গিয়ে নিজেদের ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম ও কোয়ার্টি কিপ্যাডের ধারাবাহিকতায় স্মার্টফোন নির্মাণ করে বিপাকে পড়ে।
ব্যবসা ক্রমশ খারাপ হতে থাকায় শেষশেষ বাধ্য হয়ে নিজস্ব ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম থেকে বেরিয়ে এসে গত বছরে অ্যান্ড্রয়েডের বাজারে যাত্রা শুরু করে ব্ল্যাকবেরি। কিন্তু খুব দেরী করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে ব্ল্যাকবেরির এই যাত্রা কতটা সফল হবে, তা নিয়ে বাজার বিশ্লেষকদের পাশাপাশি আশংকায় ছিল ব্ল্যাকবেরি কর্তৃপক্ষও। তারপরও বেশি কয়েকটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে নিয়ে আসার মাধ্যমে স্মার্টফোনের বাজার ধরতে চেষ্টা করে প্রতিষ্ঠানটি।
কিন্তু শেষ রক্ষা হলো না। জানা গেছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্ল্যাকবেরির লোকসানের পরিমান ৩৭২ মিলিয়ন ডলার বা শেয়ার প্রতি ৭১ সেন্ট। ব্যাপক লোকসানের মুখে পড়ায় অবশেষে গতকাল ২৮ সেপ্টেম্বর, আনুষ্ঠানিক ঘোষণায় ব্ল্যাকবেরি কর্তপক্ষ তাদের মূল হার্ডওয়্যার ব্যবসা অর্থাৎ ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাণ বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি আর উৎপাদন করবে না স্মার্টফোন। এই ঘোষণার মাধ্যমে স্মার্টফোন ইতিহাসে একটি যুগের অবসান ঘটলো।
লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় স্মার্টফোন ব্যবসা বন্ধ ও সফটওয়্যার ব্যবসায়ে নজর দেওয়ার কথা জানিয়েছে এক সময় স্মার্টফোন যুগের সূচনা করা এই প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ব্ল্যাকবেরি স্মার্টফোন তৈরি করলে তা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।