বিদেশিসহ এটিএম জালিয়াত চক্রের ৮ সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর ও বারিধারা এলাকা থেকে এটিএম জালিয়াত চক্রের আট সদস‌্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে তিনজন বিদেশি রয়েছেন।

আটককৃতদের কাছ থেকে কিছু নকল এটিএম কার্ড, চেক বই, মোবাইল সেট, সীম ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোররাতে মোহাম্মদপুর ও বারিধারায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সাধারণত প্রতি বছরই দুই ঈদকে সামনে রেখে জালনোট চক্রের তৎপরতা বাড়ে। এ কারণে কোরবানির ঈদ সামনে রেখে এ বিষয়ে নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত এক মাসে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল নোটসহ বেশ কয়েকজন আটক করেছে পুলিশ।

এর আগে গত বছর রাজধানীতে এটিএম কার্ড জালিয়াতিতে জড়িত থাকার অপরাধে কয়েকজন বিদেশিকে গ্রেপ্তার করেছিল আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।