
জেলা প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্তাকারী বখাটেদের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়।
আটক সেই বখাটের নাম মো. সালমান (১৮)। তিনি টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে। সালমান হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দত্ত জানান, পর্যটক হয়রানির অভিযোগে সেই বখাটেকে আটক করা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে সম্প্রতি এক বিদেশি পর্যটককে হেনস্তা করার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, সালমান-সহ কয়েকজন বখাটে সেই পর্যটককে নানাভাবে হেনস্থা-হয়রানি করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে সালমানকে চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত তাকে আটক করা হলো।