নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে মাজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালত হাজির করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাতে তুরাগ থানার ধউর চেকপোস্টের সামনে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় আকিব এন্টারপ্রাইজের বাসে তল্লশি করে একটি কালো কাপড়ের ব্যাগের ভেতর থেকে পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা হয় মাজহারুলকে। এ ব্যাপারে তুরাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।