বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মুশফিকুর নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মুশফিকুর একটি রাজনৈতিক দলের সদস্য। তবে আইনের চোখে তিনি একজন অপরাধী। অপরাধী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।