বিদেশের আটটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ২৮ শতাংশ

সচিবালয় প্রতিবেদক: বিদেশের আটটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ২৮ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার চার দশমিক ৯১ শতাংশ বেশি। গত বছর এ হার ছিল ৮৯ দশমিক ৩৭ শতাংশ।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।

বিদেশের এসব কেন্দ্র থেকে মোট ৪৩৭ জন পরীক্ষা দিয়ে ৪১২ জন পাস করেছে। এসব কেন্দ্রে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এর মধ্যে ৩৭ জনই জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

বিদেশের আটটি কেন্দ্র হলো-কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল ও ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল ।