
স্টাফ রিপোর্টারঃ একই এলাকায় বসবাস করার সুবাধে মল্লিকার সাথে পরিচয় হয় প্রতারক আবু হাওলাদারের। কোথায় কোথায় মল্লিকা জানতে পারেন আবু হাওলাদার বিদেশে লোক পাঠানোর কাজ করে থাকেন, তাই মল্লিকা তার দুই ভাইকে বিদেশে পাঠানোর কথা আবু হাওলাদারকে বলেন। আবু হাওলাদার মল্লিকাকে জানান তিনি এর আগে বহু মানুষকে ইতালী ও বিভিন্ন দেশে পাঠিয়েছেন।
মল্লিকার বিশ্বাস অর্জন করতে অনেক প্রতারণা মূলক কথা বলেন আবু হাওলাদার। আবু জানান সে নিজেও বিদেশ থাকেন। সেই বিশ্বাস থেকে মল্লিকা তার দুই ভাইকে বিদেশ পাঠাতে ইচ্ছা প্রকাশ করে, তখন আবু হাওলাদার তাকে জানান সে মল্লিকার ভাইদের ইতালী পাঠানোর ব্যবস্থা করবে তার জন্য ২০ লাখ টাকা চান আবু হাওলাদার। মল্লিকা তার কথা শুনে ভাইদের বিদেশ পাঠাতে রাজি হন। আবু হাওলাদার তার দুই ভাই জামাল ও কামালকে ইতালী পাঠাবে বলে গত ২০১৬ইং সনে ২০ লাখ টাকা নিয়ে নেন। মল্লিকার শর্ত ছিল যদি আবু হাওলাদার তার ভাইদের বিদেশ পাঠাতে না পারে তাহলে সে মল্লিকার ২০ লাখ টাকা ফেরত দিয়ে দিবে।
কিন্তু তা যাও ফেরত দেননি আবু হাওলাদার। যখন আবু হাওলাদার মল্লিকার ভাইদের বিদেশ পাঠাতে ব্যর্থ হন তখনি মল্লিকা তার টাকা ফেরত চাইতে থাকে। সর্বশেষ গত ২০/০৬/১৮ইং তারিখে মল্লিকা টাকা ফেরত চাইতে জনতা হাউজিংয়ের সামনে আবু হাওলদার কাছে পাওনা টাকা ফেরত চান। তখন আবু হাওলাদার রেগে গিয়ে মল্লিকাকে উল্ট-পাল্টা কথা বলেন ও ভয়-ভীতিসহ তাকে নানান ধরনের হুমকি দিতে থাকেন এবং মল্লিকা যে টাকা পায় সেটা দিতে অস্বীকার করেন। মল্লিকা এখন প্রায় নিঃস্ব হয়ে পথে বসে গেছেন। আবু হাওলাদার তার টাকা তো নিয়েছেন এখন হুমকিতে আছেন মল্লিকা। জীবনের নিরাপত্তা চেয়ে গত ০৫/০৭/১৮ইং তারিখে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং- ২৯৪।
এ বিষয়ে মল্লিকা আমাদের প্রতিবেদককে জানান; আমি একজন নারী হয়ে আজ প্রতারণার শিকার, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য আজ আমরা স্বাধীন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন যেন আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত না হই। আমার সাথে প্রতারণাকারী এখন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা করছে। বর্তমানে দেশে আইনের শাসন রয়েছে, আমি আশা করি আমি ন্যায় বিচার পাবো, তার জন্য যতদিন হোক আমি লড়ে যাবো।