
সংসদ প্রতিবেদক : কার্যকর পদক্ষেপের মাধ্যমে শ্রমিকদের বিদেশে পাঠানোর খরচ কমানোর সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার দশম জাতীয় সংসদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে ওই সুপারিশ করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পূর্বে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। এছাড়াও কার্যকর পদক্ষেপের মাধ্যমে শ্রমিকদের বিদেশে পাঠানোর খরচ কমানোর সুপারিশ করা হয়।
কমিটি বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উইংয়ের কর্মকর্তাদের দেশের স্বার্থে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে জানানো হয়, বিদেশে বসবাসরত আনুমানিক এক কোটি কর্মীর মধ্যে প্রায় ৮০ লাখ কর্মী মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে কলসেন্টার সেবা কার্যক্রম শুরু করা হয়েছে বলেও সভাকে অবহিত করা হয়। কমিটি অবৈধভাবে বিদেশে গমন না করার বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, বেগম মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. আয়েন উদ্দিন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।