বিদেশ থেকে একটি গোষ্ঠী মানুষকে উস্কে দিচ্ছে: ছাত্রদল সভাপতি

৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় বিদেশ থেকে একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিচ্ছে যা দেশের আরেকটি বিশেষ গোষ্ঠীর ফায়দার জন্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের।

ছাত্রদল এবং জনতা সর্ব শক্তি দিয়ে এসব মবকারীদের প্রতিহত করতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) ময়মনসিংহে দীপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তারসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কোনো সংগঠন ৫ আগস্টের পর নিজ স্বার্থে মব লেলিয়ে দিলে দেশের মানুষ তাদেরকেও বিগত ফ্যাসিস্টদের যেভাবে ছুড়ে ফেলেছে সেভাবেই ছুড়ে ফেলবে।

তিনি বলেন, ২৫ তারিখ কেউ এমন মব তৈরির চেষ্টা করলে সেটিকেও শক্ত হাতে প্রতিহত করা হবে।

এসময় দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।