বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কারের জন্য ৬ দফা দা‌বি

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কারের জন্য ৬ দফা দা‌বি জা‌নি‌য়ে‌ছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণমোর্চা নামের একটি সংগঠন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

তাদের দাবিগুলো হলো-সাংবিধানিক কাঠামোর সর্বদলীয় নির্বাচনকালীন সরকার গঠনে সংলাপের উদ্যোগ গ্রহণ। নির্বাচন কমিশনকে এই মুহূর্ত থেকেই নির্বাচনী প্রচারণায় সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। ডিসি ও টিএনও পরিবর্তে জেলা ও উপজেলা কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া। নির্বাচনে সেনা মোতায়েন করা। প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা। গণমাধ্যম দ্বারা চিহ্নিত সেরা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, ঋণখেলাপি, শেয়ার মার্কেট লুটেরা, চা‌লের বাজা‌রে সিন্ডিকেট, পুঁজি পাচারকারী ও প্রশ্ন ফাঁস বাণিজ্যের সাথে জড়িত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমা‌নে দেশের ভেতরে মূল সংকট হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে, এর ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু জনগণের অর্থনৈতিক মুক্তি। মূলধারার রাজনীতিতে কোনো আলোচনা নেই বললেই চলে। আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হোক, এটা দেশবাসী চায়, তার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টির দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারের, তারাতো বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। বর্তমান ব্যবস্থায় খেলার মাঠকে একেবারে সমতল হয়ত করা যাবে না। তবে সম্পূর্ণ বৈষম্যমূলক ব্যবস্থা বিরোধীদলকে নির্বাচন আশা করা যায় না। বিদ্যমান কাঠামোর মধ্যে সবদল নির্বাচনে অংশগ্রহণ কার্যত অসম্ভব তাই সব দলের অংশগ্রহ‌ণে নির্বাচন কর‌তে চাই‌লে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার কর‌তে হ‌বে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট খন্দকার শামসুল আলম দুদু, জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বুলু, মজদুর পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান শামসুল হুদা মামুন প্রমুখ।