টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের ডেকের চালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ডেকের চালা এলাকায় নজরুল ইসলামের রিক্সার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম পাবনা জেলার ফকির কন্ডির থানার ফকিরপুর এলকার মৃত লুৎফর রহমানের ছেলে।
রিক্সা গ্যারেজের মালিক নজরুল ইসলাম জানান, সাইফুল আমার গ্যারেজে দুই আগে আসে। বৃহস্পতিবার রাতে ব্যাটারি চালিত রিক্সায় ব্যাটারিতে চার্জ লাগিয়ে সে চলে যায়। শুক্রবার সকালে ব্যাটারি থেকে বিদ্যুৎতের তার সড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, টঙ্গী সরকারি হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। যেহেতু ঘটনাটি জয়দেবপুর থানার। পরে লাশটি জয়দেবপুর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।


