বিধ্বস্ত ইউএস–বাংলার আহত চার যাত্রীর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন

নিজস্ব প্রতিবেদক : উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত ইউএস–বাংলার আহত চার যাত্রীর চিকিৎসায় ১৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো রয়েছেন-এই ইউনিটের পরিচালক অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক সাজ্জাদ খন্দকার।

শনিবার দুপুর এক সংবাদ সম্মেলন করে সামন্ত লাল সেন বলেন, আগামীকাল রোববার থেকে মেডিক্যাল টিম আহত চারজনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে।

বিমান দুর্ঘটনায় আহত গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সৈয়দ কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি, মেহেদি হাসান ও শাহরিনকে ঢামেকে আনা হয়েছে।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। মধ্যে ২৬ জন বাংলাদেশি।