বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের প্রধান পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার সকালে ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের জিএম কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। নেপালের কাঠমান্ডুতে ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানের প্রধান পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মারা গেছেন।

বারিধারায় ইউএস বাংলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল (সোমবার) আমরা জানিয়েছিলাম, ক্যাপ্টেন আবিদ গুরুতর আহত, তবে বেঁচে আছেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম, উনি আর বেঁচে নেই।

পাইলট পৃথুলা রশিদ

এর আগে সোমবার কাঠমান্ডুতে বিমান বিধ্বস্ত হওয়ার পর ইউএস-বাংলা বিমানের আরেক পাইলট পৃথুলা রশিদ মারা গেছেন বলে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া তথ্যে জানানো হয়।

পৃথুলা রশিদ ওই বিমানে ফার্স্ট অফিসার হিসেবে কাজ করতেন। তিনি ২০১৬ সালের জুলাই মাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হন।

প্রসঙ্গত, সোমবার ঢাকা থেকে ৭১ আরোহী নিয়ে নেপালের কাঠমান্ডুগামী বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।