ক্রীড়া ডেস্ক : বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে হার এড়ানোর মধ্য দিয়ে নতুন এক রেকর্ড ছুঁয়েছে জিনেদিন জিদানের রিয়াল।
সব ধরনের ম্যাচে টানা ৩৪ ম্যাচে অপরাজিত জিদানের রিয়াল মাদ্রিদ। এরআগে ১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লিও বিনহেকারের দল। ওই সময় ২৫টি জয় ও নয়টি ম্যাচে ড্র করে করে এ রেকর্ড গড়েছিল লস ব্লাঙ্কোসরা। এবার ওই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে জিনেদিন জিদানের প্রশিক্ষিত রিয়াল।
স্প্যানিশ লা লিগায় শনিবার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে অপরাজিত থাকলে জিদানের নেতৃত্বে আগের রেকর্ড ছাড়িয়ে যাবে রিয়াল। তবে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড ছুঁতে হলে আরও সামনে যেতে হবে লস ব্লাঙ্কোসদের। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড বার্সেলোনার দখলে। টানা ৩৯ ম্যাচে অপরাজিত থেকে স্প্যানিশ রেকর্ড গড়েছে লুইস এনরিকের বার্সেলোনা।
তবে স্প্যানিশ লিগের বাইরে অপরাজিত থাকার সর্বোচ্চ রেকর্ডটি ইংলিশ লিগের ক্লাব আর্সেনালের। টানা ৪৯ লিগ ম্যাচে অপরাজিত ছিল গানাররা। এ ছাড়া ২০১০-১১ মৌসুমে অ্যান্তেনিও কোন্তের অধীনে টানা ৪৩ ম্যাচে জয় পেয়েছিল ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাস।


