
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। পরিস্থিতি সামলাতে হিমসিম খাছে পুর ভারত। এ অবস্থায় অভিনেতা সোনু সুদসহ এগিয়ে আসছেন একের পর এক তারকা। এবার এগিয়ে এলো গায়িকা পলক। গরিবদের জন্য নিজের খরচে হাসপাতাল বানাবেন তিনি। এখানে বিনা খরচে চিকিৎসা করানো হবে গরিব দুঃখীরা।
বুধবার (৬ মে) গায়িকা টুইটের মাধ্যমে জানায়, ‘আমার স্বপ্নের দিকে বড় পা রাখলাম আজ। তাই আপনাদের সকলের আশীর্বাদ চাই’।
পলকের স্বপ্ন ছিল দেশের দুঃস্থদের জন্য নিজের খরচে হাসপাতাল বানাবেন। আর এই অতিমারি পরিস্থিতিতে হাসপাতালের প্রয়োজন যে সব থেকে বেশি, তা কে না জানে। তাই আর দেরি করলেন না এই কাজে। তার পোস্ট থেকে জানা গেল, হাসপাতালের নির্মাণকার্য শুরু হয়ে গিয়েছে। এই হাসপাতালে বিনা খরচে চিকিৎসা করানো হবে গরিব মানুষদের।
এর আগেও তিনি একাধিক শিশুর চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। তার বিভিন্ন গানের অনুষ্ঠান থেকে য সংগ্রহ করেছেন, সে টাকাই তিনি দেশের ও দশের সেবার কাজে লাগান।