বিনা তদন্তে সেন্ট্রাল হাসপাতালের চিকিসককে গ্রেপ্তারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক : বিনা তদন্তে সেন্ট্রাল হাসপাতালের চিকিসককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ)।

একই সঙ্গে সেন্ট্রাল হাসপাতালে শিক্ষার্থীদের হামলারও প্রতিবাদ জানিয়েছে।

রোরবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিব অধ্যাপক এমএকে আজাদ চৌধুরী ও সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু কখনই কাম্য নয়। আমরা রোগীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। চিকিৎসা অবহেলার যথাযথ তদন্ত না করেই চিকিৎসককে গ্রেপ্তার, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা এবং চিকিৎসা প্রতিষ্ঠান ভাঙচুর গোটা চিকিৎসক সমাজকে ক্ষুদ্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদানকারীরা সন্ত্রাসী দ্বারা প্রভাবিত হচ্ছেন এবং প্রতিষ্ঠান ও সেবাপ্রদানকারীদের সুরক্ষা প্রদানের বিপরীতে হয়রানিমূলক ব্যাবস্থা নেয়। আমরা মনে করি কোনো অবহেলা ঘটে থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। তবে এভাবে নৈরাজ্যজনক অবস্থা চলতে থাকলে মেধাবীরা চিকিৎসাপেশার প্রতি আগ্রহ হারাবেন এবং একই সাথে নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা ব্যাহত হয়।