বিনা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬ এর খসড়া চুড়ান্তভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পরমাণু কৃষি গবষেণা ইনস্টিটিউটের জন্য ১৯৮৪ সালে একটি অর্ডিন্যান্স জারি করা হয়। ১৯৯৬ সালে ওই অর্ডিন্যান্স বাতিল করে আইনটি করা হয়। বর্তমানে এ আইনটি বাংলায় অনুবাদ ও কিছু সংযোজন-বিয়োজন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা তা অনুমোদনও দেয়।

সচিব আরও জানান, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আইনটি করা হয়। আইন অনুযায়ী, পরমাণু কৃষি গবষেণা ইনস্টিটিউটে ১৪ সদস্যবিশিষ্ট একটি বোর্ড গঠন করা হবে। ইনস্টিটিউটের মহাপরিচালক হবেন বোর্ডের চেয়ারম্যান।