বিপাশার জুতার

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পীদের ভিন্ন রুচির জামা-কাপড়, জুতা সংগ্রহে থাকবে- এটাই তো স্বাভাবিক।

চরিত্রের প্রয়োজনে ভিন্ন ভিন্ন পোশাক ও জুতা পরিধান করে থাকেন তারা। তবে এসব পোশাক বা জুতা অনেক অভিনয়শিল্পী সংগ্রহেও রাখেন। এ ক্ষেত্রে একেকজনের পছন্দ একেক রকম।

তবে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর পছন্দ জুতা সংগ্রহ করা। আর তার সংগ্রহের জুতা দেখে হতবাক না হয়ে উপায় নেই।

করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিপাশা। বিয়ের পর বেশ গুছিয়েই সংসার করছেন তিনি। সম্প্রতি তিনি তার বাড়ি গোছাতে গিয়ে খোঁজ পেলেন এক ভান্ডারের। তবে এ কোনো ধনভান্ডার নয়। জুতার ভান্ডার। বিভিন্ন ধরনের জুতা রয়েছে তার সংগ্রহে। আর সেই ছবিই বিপাশা পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

bipasa_boshu
তার সংগ্রহে থাকা জুতার বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন- জুতোগুলো যেন তার বাড়িটি গ্রাস করে ফেলছে।