ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের যাত্রা শুরু হতে যাচ্ছে শুক্রবার। এক আসর পর বিপিএলে ফিরছে খুলনা। দলটির নতুন ফ্র্যাঞ্চাইজি জেমকন গ্রুপ। নতুন মালিকানার নতুন নাম ‘খুলনা টাইটান্স’।
খুলনার প্রয়াত দুই ক্রিকেটার মাঞ্জারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতুকে আজীবন খুলনার আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে খুলনা টাইটান্স।
বুধবার খুলনা টাইটার্সের জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রানা ও সেতুর জার্সি উন্মোচন করা হয়। রানার জার্সি নম্বর দেওয়া হয় ৯৬। খুলনা টাইটান্সের কর্ণধার কাজী ইনাম আহমেদ বলেন, ‘খুলনা টাইটান্স যতো বছর বিপিএলে অংশ নিবে ততোবছর ৯৬ জার্সি পরেই মাঠে আমাদের সঙ্গে থাকবেন রানা। সেতুও একইভাবে আমাদের পাশে ছায়া হয়ে মিশে থাকবে।’
২০০৭ সালের ১৬ই মার্চ খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালি ব্রিজের নিকট এক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় ক্রিকেট দলের হয়ে ৬ টেস্ট ও ২৫ ওয়ানডে খেলা মাঞ্জারুল ইসলাম রানা ও তার বন্ধু ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু। খুলনা টাইটান্সের কর্ণধার কাজী ইনাম আহমেদ তার বক্তব্যে বলেছেন, `আমার মা এবং বাবা আমাকে সবসময়ই ক্রীড়ার সঙ্গে যুক্ত হতে আমাদের উৎসাহিত করেছেন। বিপিএলে গত বছর খুলনার থেকে কোনো দল ছিল না। আমরা তখন থেকেই আগ্রহী ছিলাম খুলানাকে নেওয়ার ব্যাপারে। বিসিবি আমাদের সহযোগিতা করায় তাদের ধন্যবাদ।’
খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমাদের স্থানীয় খেলোয়াড়গুলো দূর্দান্ত। বিদেশী সংগ্রহও। আমরা আকর্ষণীয় ক্রিকেট খেলতে চাই। আশা করি আমরা ভালো রেজাল্ট করতে পারব।’