ক্রীড়া প্রতিবেদক :
৪ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের চতুর্থ আসর।
ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই আসরের ম্যাচগুলো। ইতিমধ্যে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর সর্বোচ্চ ২০০০ টাকা। টিকিট পাওয়া যাবে তিনটি অনলাইন মাধ্যমে। সেগুলো হল- পেপয়েন্ট.কম.বিডি, গ্যাজেটবাংলা.কম ও সহজ.কমে।
টিকিটের মূল্য :
টিকিট ক্যাটাগোরি মূল্য (টাকায়)
গ্যান্ড স্ট্যান্ড ২০০০
ভিআইপি স্ট্যান্ড ৫০০
শহিদ মুস্তাক স্ট্যান্ড ৫০০
শহিদ জুয়েল স্ট্যান্ড ৫০০
নর্দার্ন স্ট্যান্ড ৩০০
সাউদার্ন স্ট্যান্ড ৩০০
ইস্টার্ন স্ট্যান্ড ২০০।
এই টিকিট মূল্য কেবল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রযোজ্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টিকিটের মূল্য শিগগিরই প্রকাশ করা হবে।