বিপিএলে বল হাতে সাকিবের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দেশসেরা এ অলরাউন্ডার।

রাজশাহী কিংসের ওপেনার রনি তালুকদারকে আউট করে ৫০তম উইকেটের স্বাদ পান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব।

৩৬ ম্যাচে সাকিব নিয়েছেন ৫০ উইকেট। এখন পর্যন্ত সেরা বোলিং ১৬/৪। গত তিন আসরে ৪৮ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার ঢাকার জার্সিতে সাকিব প্রথম ম্যাচেই নেন ডেভিড মালানের উইকেট। দ্বিতীয় ম্যাচের শুরুতেই উইকেট নিয়ে মাইলফলকে পৌঁছালেন সাকিব।

প্রথম আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন সাকিব। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে ১২ ম্যাচে নেন ১৫ উইকেট। তৃতীয় আসরে রংপুরের হয়ে ১১ ম্যাচে নেন ১৮ উইকেট। এবার ঢাকা ডায়নামাইটসের জার্সিতে শুরু থেকেই সাফল্য পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেভিন কুপার। প্রথম দুই আসরে চিটাগং কিংসের হয়ে খেললেও তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে খেলেন কুপার। এবার তার দল খুলনা টাইটান্স। এর আগে বিপিএলের তিন আসরে ২৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছিলেন কুপার। সেরা বোলিং ফিগার ১৫/৫।

প্রথম দুই আসরে চিটাগং কিংসের জার্সিতে ২০ ম্যাচে কুপার নিয়েছিলেন ২৭ উইকেট। তৃতীয় আসরে বরিশাল বুলসের জার্সিতে কুপার ছিলেন দূর্দান্ত। ৯ ম্যাচে কুপার পেয়েছিলেন ২২ উইকেট, হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। এরপর ৩৬ উইকেট নিয়ে আছেন মোশাররফ হোসেন রুবেল। এবার খুলনার হয়েই খেলছেন রুবেল।