ক্রীড়া ডেস্ক : দুপুরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের চতুর্থ আসর। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিপিএলের।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। কিন্তু বিপিএলের উদ্বোধনী দিনকে চোখ রাঙাচ্ছে আবহাওয়া। সাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। আর সেটার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
ঢাকাতেও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এরপর শুক্রবার সকালেও হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ মিরপুরে সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন ৩ মিলিমিটার। ঘন্টার হিসেবে শুক্রবার মিরপুরে সর্বনিম্ন ৩.৫ ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ ৪.৫ ঘন্টা।
আজ মিরপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৭ কিলোমিটার থেকে ৯ কিলোমিটার থাকবে। সন্ধ্যার পরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।