
বিনোদন ডেস্ক : আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ। এতে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
এ দু’দলের মাঠে চূড়ান্ত লড়াইয়ের আগে সুরের মূর্ছনায় ভাসাবেন নগরবাউল জেমস। নগরীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মঞ্চে উঠবেন এই সংগীতশিল্পী।
বিপিএল এর চূড়ান্ত ম্যাচ উপভোগ করতে আসা দর্শকদের জন্য এই আয়োজন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গান পরিবেশন করবেন তিনি। জেমস ছাড়াও এ সময় প্রতিটি দলের থিম সংয়ের সঙ্গে ২০ জন নৃত্যশিল্পী নাচবেন বলেও জানা গেছে।