পাবনা প্রতিনিধি : ফারাক্কায় পানি কমতে থাকায় পদ্মার পানি বৃদ্ধির গতি কমেছে।
রোববার সকালে পাবনার পাকশী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত) পদ্মায় পানি বেড়েছিল ১৪ সেন্টিমিটার।
পাকশী পয়েন্টে দায়িত্বরত গেজ রিডার আব্দুল হামিদ জানান, শনিবার বিকেল তিনটায় পানি পরিমাপ করা হয় ১৪ দশমিক ১৯ সেন্টিমিটার। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোববার সকালে পানি বৃদ্ধির গতি কমেছে। সকাল ৬টায় সেখানে পানি পরিমাপ করা হয় ১৪ দশমিক ১৪ সেন্টিমিটার।
উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক জানান, পাবনার পাকশী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। রোববার সকালের পরিমাপ অনুযায়ী পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কায় পানি কমতে থাকায় পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা কম। তবে ভারতে বৃষ্টিপাত বেশি হলে পদ্মায় পানি বাড়তে পারে।