বিবাহবার্ষিকীতে সানিকে কি দিলেন ড্যানিয়েল

প্রাক্তন পর্ন তারকা সানি লিওন ও ড্যানিয়েলের দাম্পত্য জীবনের ১০ বছর পেরিয়ে গেল। ১৩ বছরের সম্পর্ক তাঁদের। বিশেষ এই দিনের উদযাপনে খামতি রাখলেন না অভিনেত্রী সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু পোস্ট করে ভালবাসা জানালেন না, উপহার দিলেন হীরের হার।

শুক্রবার সানি একটি ছোট ভিডিয়ো পোস্ট করলেন নেটমাধ্যমে। সাদা ও সবুজের ডোরাকাটা পোশাক পরে সানি। টান টান করে চুল বাঁধা। ভিডিয়ো জুড়ে গলার হার ঝলমল করছে। তবে হীরের চাইতেও যেন বেশি ঝলমলে সানির মুখ। খুশিতে ডগমগ তিনি।

ক্যাপশনে ড্যানিয়েলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কেউ ভেবেছিল, কেবল একটি কথোপকথন আমাদের আজ এখানে নিয়ে আসবে? ভালবাসি তোমায়’।

সানি ও ড্যানিয়েলের প্রথম সাক্ষাৎ একটি ক্লাবে। প্রথম বারেই সানির প্রেমে পড়ে যান তিনি। তবে সানির অনুভূতি তৈরি হয় ধীরে ধীরে।