
বিনোদন ডেস্কঃ সম্প্রতি এক সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সকলের পছন্দের জুটি সামান্থা ও চৈতন্য আক্কেনেনি। বিচ্ছেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ফের এক হতে তাদের একাধিকবার অনুরোধ করেছেন আদালত। কিন্তু তারা দুজনেই তাদের সিধান্তে দৃড়। কেউ কারো কাছ থেকে হার মানতে চান না।
এর ভিত্তিতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই তাদের বিচ্ছেদের প্রক্রিয়াটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সূত্রটি। গুঞ্জন যেন সত্যিতে রূপ না নেয়, সেটিই প্রার্থনা ছিল এ দুই তারকার ভক্ত-অনুরাগীদের। কারণ সাত বছর চুটিয়ে প্রেমের পরিণতি যে বিয়ে, তার বিচ্ছেদ মানতে নারাজ অনেক ভক্তরাই। কিউট কাপল হিসেবে দক্ষিণ ভারতে তাদের পরিচিতি রয়েছে অনেক।
এর আগে গত আগস্টে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্বামীর পদবি মুছে ফেলেন সামান্থা। এর পর থেকে এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও দৃঢ় হয়। যদিও এ নিয়ে সামান্থা ও চৈতন্য দুজনের কেউ সরাসরি কিছু বলেননি।
জানা গেছে, রুপালি পর্দায় সামান্থা যেভাবে হাজির হন তা মোটেও পছন্দ করছিলেন না স্বামী নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। বেশ কিছু স্ক্রিনে সামান্থা খোলামেলা রূপে হাজির হয়েছেন বলে অভিযোগ চেতন্য পরিবারের। ‘ফ্যামেলিম্যান-টু’ ওয়েব সিরিজে খোলামেলা ও সাহসী চরিত্রে অভিনয় করেছেন সামান্থা, যা আক্কিনেনি পরিবার একেবারেই ভালোভাবে নেয়নি।
তবে বিষয়টি মানতে নারাজ সামান্থা। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়েছে স্বামী চৈতন্যের সঙ্গে। অবধারিতভাবেই দুজনের সম্পর্কে বড় রকমের ফাটল ধরেছে বলে জানা যায়।
তবে বিয়েবিচ্ছেদের গুঞ্জনের খবরের বিষয়ে এর আগে সামান্থা বলেছিলেন, ‘আমি গসিপ ও গুজবে তখনই সাড়া দেব, যখন আমার মনে হবে এটি দরকার। অন্য সবার মতো আমিও আমার মতামতের অধিকারী। বিতর্ক, গুজব চলবেই, আমি বিতর্কের মুখে মন হারিয়ে ফেলার মতো নারী নই। সোশ্যাল মিডিয়া ট্রল ও বিতর্ক আমাকে প্রভাবিত করে না।
এরই মধ্যে দুটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সামান্থা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।