
সুলতানুল আরেফিনঃ বিবাহ বিচ্ছেদের পর জার্মান আদালত এক ব্যক্তি কে তার অর্ধেক সম্পত্তি স্ত্রীকে কে দেয়ার আদেশ দিয়েছেন। তিনি তার সব সম্পত্তি অর্ধেক অর্ধেক করে ভাগ করে আদালতের আদেশ মান্য করেন।
শুনে অবাক হবেন যে, তিনি তার সব সম্পত্তি মাঝখান থেকে কেটে কেটে অর্ধেক করেছেন। এ থেকে বাদ যায় নি তার ব্যবহারের গাড়ি, ঘরের আসবাবপত্র, দামী আইফোন, টিভি, এমনকি টেডি বিয়ারও। ঐ লোকের নাম বা কোনো ব্যক্তিগত তথ্য জানা যায় নি, তবে সে অনলাইনে ডের জুলি নামে নিজেকে প্রকাশ করেছেন। সে ইউটিউবে লরা নামক কাউকে যাকে তার সাবেক স্ত্রী মনে করা হচ্ছে ধন্যবাদ দিয়ে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, একসাথে ১২ টি সুন্দর বছর কাটানোর জন্য ধন্যবাদ এবং সে তার অর্ধেক সম্পত্তি আয় করেছেন আদালতের রায়ের মাধ্যমে। সে আরও দাবি করেছেন যে, তাঁর প্রাক্তন বিশ্বাসঘাতক ছিল।
ডের জুলি নামক ঐ ব্যক্তি তার অর্ধেক জিনিসপত্র অনলাইন বেচাকানার সাইট ইবে তে বিক্রির জন্য তুলেছিলেন। সর্বমোট ১৬ টি পণ্য তিনি বিক্রির জন্য পোস্ট করেন যেগুলোর অর্ধেক ছিলো তার সাবেক স্ত্রীর নিকট। তিনি ঐ পোস্টে উল্লেখ করে দেন যে, শিপিং কেবল জার্মানিতেই গ্রহণযোগ্য। ঘটনাটি জার্মানির কোন শহরের এ সম্বন্ধে সুনিশ্চিত ভাবে কোনো তথ্য পাওয়া যায় নি। বিবাহবিচ্ছেদের গল্পটি সত্য নাকি কেবল প্রতারণার, বিষয়টি স্পষ্ট নয়। ভিডিও প্রকাশের পরপর ই কয়েক মিলিয়ন বার দেখা হয়ে যায় ভিডিওটি।
এভাবে সম্পত্তি অর্ধেক করে ভাগ করে দেয়া বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অস্বাভাবিক কোনো ঘটনা না যতটা অস্বাভাবিক আমাদের মনে হতে পারে। ২০০৮ সালেও ৭৬ বছর বয়স্ক একজন সার্বিয়ান কৃষক, যিনি কিনা ৪৫ বছর ধরে বিবাহিত ছিলেন তিনিও এ কান্ড ঘটান বিবাহবিচ্ছেদের সময়। তিনি তার খামারের সকল সরঞ্জাম, মেশিন, এবং পরিবারের অন্যান্য জিনিসগুলো তার প্রাক্তনের সাথে ভাগ করে নেন আদালতের রায় অনুযায়ী।