সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে রাজধানীজুড়ে বইছে শোকের মাতম। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন ঢাকায়। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার জানাজা শেষে এমনই এক শোকাতুর মানুষের দেখা মেলে, যাঁর অভিব্যক্তিতে ফুটে উঠেছে এক গভীর শোকের ছবি।
মগবাজারের বাসিন্দা গণমাধ্যমকর্মী জেমসন মাহবুব বলেন, ‘আলহামদুলিল্লাহ, খালেদা জিয়ার জানাজার নামাজ আদায় করেছি। বিবেকের তাড়নায় জানাজায় এসেছি’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার কাছে আমরা অনেক ঋণী। জানাজার অংশগ্রহণ করে আজ তাঁর ঋণের বহিঃপ্রকাশ করছি। আপসহীন এই নেত্রীর জানাজায় আজ যদি না আসা হতো, তবে নিজের বিবেকের কাছে বেইমান হয়ে বাঁচতে হতো আমাকে।’
জেমসন মাহবুবের মতো এমন লাখ লাখ মানুষের গন্তব্য ছিল আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। সেখানে আজ দুপুরে অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার নামাজে জানাজা। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। দেশের ইতিহাসে এটাই সর্ববৃহৎ জানাজা বলে ধারণা করা হচ্ছে। জানাজা শেষে বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।


