ক্রীড়া ডেস্ক : রাগ, হতাশা, লজ্জা- সব কিছুই যেন এখন স্টিভেন স্মিথের মনে বাসা বেঁধেছে!
হোবার্টে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থেমেছে ১৬১ রানে, ৩২ রানে পড়েছে শেষ ৮ উইকেট! ইনিংস ও ৮০ রানে ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২০১০-১১ অ্যাশেজের পর এই প্রথম ঘরের মাঠে কোনো টেস্টে ইনিংস ব্যবধানে হারল অস্ট্রেলিয়া। স্মিথের নেতৃত্বে এটি তাদের টানা পঞ্চম টেস্ট হার।
হোবার্টে ইনিংস হারের পর সতীর্থদের পারফরম্যান্সে তাই ক্ষুব্ধ স্মিথ। অস্ট্রেলীয় অধিনায়ক একই সঙ্গে বিব্রতও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্মিথ বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি এখানে বসে বিব্রত। অনেকবার আমরা দ্রুত উইকেট হারিয়েছি, আজ ৩০ রানে ৮ উইকেট (৩২ রানে), প্রথম ইনিংসে ৮৫ রানে ১০ উইকেট। এভাবে খেলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারেন না। এটা আমাদের ধারাবাহিকভাবে হচ্ছে।’
দলের বাজে পারফরম্যান্সে কোচ ড্যারেন লেম্যানের কোনো দায় দেখছেন না স্মিথ। এটাকে খেলোয়াড়দের ব্যর্থতা হিসেবেই দেখতে চান তিনি, ‘এটা তার (কোচ) দোষ নয়, আমরা ভালো খেলতে পারিনি। এটা আমাদের ওপর নির্ভর করে, সেখানে (মাঠে) যাও এবং দায়িত্ব পালন করো। অনুশীলনে তিনি আমাদের জন্য সব কিছুই করেছেন। আমরা ভালো প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু মাঠে সেটার প্রতিফলন ঘটাতে পারিনি।’