কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ০৯,১১,২২ইং তারিখ রোজ বুধবার সকালে বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বাউফল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শনে আসবেন । তাই ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গনিত বিষয়ের টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়। তাকে অভ্যর্থনা জানাতে সকাল ১০টা থেকে সাড়ে ৩ ঘন্টা পর্যন্ত কয়েকশ কোমলমতী শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। অতঃপর দুপুর দেড়টার দিকে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ওই বিদ্যালয় পরিদর্শনে আসেন। বিদ্যালয় কতৃপক্ষ তাকে লালগালিচার অভ্যর্থনা জানিয়েছেন। শিক্ষার্থীরা বাধ্যযন্ত্র বাজিয়ে ও ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এসময় তার সাথে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমানসহ সরকারী বেশ কয়েকজন কর্মকর্তা।
বিভাগীয় কমিশনার ওই বিদ্যালয়ের কয়েকটি শ্রেণী কক্ষের পাঠদান পর্যবেক্ষন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর দুইটায় বিদ্যালয়ের দোতালায় হল রুমে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। বিকাল ৩টা দিকে তিনি বিদ্যালয় ত্যাগ করেন। এর আগে বিভাগীয় কমিশনার দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানেও তাকে লালগালিচার অভ্যর্থনা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বিভাগীয় কমিশনারের সকাল ১০টায় বাউফলে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি আসেন দুপুর ১২টায় । সরাসরি চলে যান উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে। সেখান থেকে সাড়ে ১২টায় আসেন বাউফল দাশপাড়া মর্ডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। তারপর দুপুর দেড়টায় আসেন বাউফল আদর্শ উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
বাউফল আদর্শ উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষ্যে বুধবার সকাল ৭টার মধ্যে সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ি শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘স্যার আসবেন বলে আমরা বাসা থেকে কোন কিছু না খেয়েই সকালে বিদ্যালয় এসেছি । এরপর সকাল ১০টা থেকে আমাদের বিদ্যালয়ের প্রবেশ পথে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অনেকেই ক্লান্ত হয়ে পরেছি।’
দশম শ্রেণীর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী বলেন, ‘আজ বুধবার আমাদের উচ্চতর গনিত বিষয়ের টেষ্ট পরীক্ষা ছিল। বিভাগীয় কমিশনার স্যার বেলা ১০ টায় আসবেন বলে পরীক্ষা স্থগিত করা হয়। তিনি এসেছেন দুপুর দেড়টায়। ইচ্ছে করলে স্কুল কতৃর্পক্ষ সকালে আমাদের পরীক্ষা নিতে পারতেন।’
এ ব্যাপারে আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,‘ আজ (বুধবার) উচ্চতর গনিত বিষয়ের পরীক্ষা ছিল। তারিখ পরিবর্তন করে আগামী শনিবার নেয়া হয়েছে।’
এ ব্যাপারে বিভাগীয় কমিশনার আমিন উল আহসানকে তার মোবাইল ফোনে (০১৭১৩৪৫০০৫৯) কল করা হলে তিনি বলেন,‘এই মুহূর্তে আমি কথা বলতে পারবো। আমি একটি প্রোগ্রামে আছি। ’
বিভাগীয় কমিশনারের একান্ত সচিব নজরুল ইসলাম বলেন,‘ ওই বিদ্যালয় কোন পরীক্ষা আছে তা কর্তৃপক্ষ আসার পূর্বে অবহিত করেননি। খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখা হবে।’