বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের জীবনযাপন মানেই যেন বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান, পার্টি আর হই হুল্লোড়। তারকারা পার্টিতে কী করেন এবং কী করতে পছন্দ করেন তা নিয়ে ভক্তদের মনে কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সেখানে পার্টি নিয়ে নিজের বিভিন্ন সিক্রেট জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি পার্টিতে খুব একটা যাই না। মাঝে মাঝে একবার যাই। বলতে গেলে রাতের পার্টিতে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতেই ভালো লাগে।’পার্টিতে গেলে কী পান করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডায়েট কোলা ছাড়া কিছু নেই না।’
জীবনে সবচেয়ে দীর্ঘ সময়ের পার্টি কোনটি ছিল? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি ঘুম খুব পছন্দ করি। কিন্তু একবার সারারাত পার্টি করেছিলাম। ২০১০ সালে কলম্বোতে আইফা অ্যাওয়ার্ডের সময় পার্টি থেকে বের হয়ে দেখি সকালের সূর্য উঠে গেছে। ওই বছরটা আমার জন্য বিশেষ ছিল। কারণ সে বছর দাবাং মুক্তি পেয়েছিল।’
তিনি আরো বলেন, ‘আমি আমার স্কুল ও কলেজের বন্ধুদের সঙ্গে বিশেষ করে যাদের সঙ্গে বড় হয়েছি, তাদের সঙ্গে পার্টি করতে পছন্দ করি। সেখানে যাকে যা ইচ্ছা বলতে পারি।’
‘দিলসে সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ গানটি শুনলে আমি স্থির থাকতে পারি না। যদিও আমি ট্রেনের ওপর কখনো এটি চেষ্টা করিনি।’ পার্টিতে নিজের পছন্দের গান সম্পর্কে বলেন এ অভিনেত্রী।
রাতের পার্টির জন্য কোন শহর সবচেয়ে পছন্দ? এমন প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেন, ‘বুদাপেস্ট (হাঙ্গেরি)। এটি অনেক চমৎকার একটি শহর। বিশেষ করে যারা ইলেকট্রনিক মিউজিক পছন্দ করেন তাদের জন্য। ফোর্স-টু সিনেমার শুটিং করতে গিয়ে আমি এই শহর সম্পর্কে জানতে পেরেছি।’