পিরোজপুর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুর হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্বাধীনতা চত্বরে পতাকা উত্তোলন মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলেশ্বর নদের খেয়াঘাটে গিয়ে শেষ হয়। সেখানে নির্মিত শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
স্বাধীনতা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম শেখ, পুলিশ সুপার ওয়ালিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম এ ফিরোজ রব্বানী প্রমুখ।
এছাড়া সন্ধ্যায় বলেশ্বর নদের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হবে।


