নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৫০ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসুফ আলী।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৫০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৮৮৮ পিস ইয়াবা, ১০২ গ্রামের ২৬০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১৫০ পিস ইনজেকশন, ৫১ বোতল ফেন্সিডিল ও ৯৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।