বিমসের কার্য নির্বাহীর কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সভায় আগামী ৩১ মে হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফাস্ট সামিট অন মেডিয়েশন ইন বাংলাদেশ’ সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠন করে দেওয়া হয়। বিমসের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিদাস পাল, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, ড. সাদিকুর রহমান, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা ও বিমসের মুখপাত্র এয়ার কমোডর (অব:) ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয়ভাবে সম্প্রতি বজায় রেখে মামলা-মোকাদ্দমা থেকে নিজেদের এড়ানোর জন্য জনগণকে উদ্ধুদ্ধ করা এবং স্থানীয় ও আন্তজাতিক অঙ্গণে বিশেষজ্ঞ মেডিয়েটর তৈরি করতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি কাজ করছে।