বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৫ কেজি সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৫ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর শর্টপ্যান্টের ভেতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুরের চেঙগায় এয়ারপোর্ট থেকে আসা এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটের যাত্রীর কাছ থেকে প্রায় ৫ কেজি ওজনের মোট ৫০টি সোনার বার জব্দ করা হয়েছে। ফ্লাইটটি গতকাল রাতে বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীর নাম মো. মর্তুজা আলী আনসারী। তিনি হুইল চেয়ার করে এসেছেন। বয়স ৬৩ বছর। সোনাগুলো যাত্রীর অন্তর্বাসে লুকায়িত অবস্থায় ছিল। সোনার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।