
নিজস্ব প্রতিবেদক : সোমবার আবুধাবী থেকে আগত ওই বিমানের ক্রুর কাছ থেকে পণ্যগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রাইজিংবিডিকে এ তথ্য জানায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচজন ক্রুর কাছ থেকে আইফোন ও কসমেটিকস জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।
ক্রুরা হলেন- মর্জিনা আক্তার এলিন, সালমা সুলতানা, ফারজানা গাজী এবং দুইজন পুরুষ ক্রু মো. মইন উদ্দিন আদনান ও রোমান সিকদার।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যাগ তল্লাশি করে এই পণ্যগুলো আটক করা হয়। ব্যাগেজ নীতিমালা অনুযায়ী, একজন ক্রু ৩০০ ডলার সমমূল্যের পণ্য আনতে পারলেও এক্ষেত্রে প্রাপ্যতার অধিক হওয়ায় এবং মোবাইলসমূহ ক্রয়ের স্বপক্ষে কোনো দলিলাদি প্রদান করতে না পারায় পণ্যগুলো আটক করা হয়।
সূত্র জানায়, আইফোনের মধ্যে চারটি আইফোন-১০ ও বাকি চারটি আইফোন-৮। কসমেটিকসের মধ্যে রয়েছে পারফিউম ও বডি স্প্রে। পরবর্তীকালে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে, টাকার বিনিময়ে জনৈক তানিম রেজার নিকট ঢাকায় হস্তান্তরের লক্ষ্যে এগুলো তারা বহন করছিলেন। মোবাইল ও কসমেটিকস ডিএম (সাময়িকভাবে আটক) করা হয়েছে। একইসাথে ব্যাগেজ বহির্ভূত বাণিজ্যিক পণ্য আনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমান কর্তৃপক্ষের নিকট অনুরোধ করা হবে।