বিমানবন্দরে সোনাসহ বিমানের কর্মচারী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মচারীকে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ কর্মকর্তারা।

শুক্রবার (০২ এপ্রিল) তাকে আটক করা হয়।

আটককৃত এই কর্মচারীর নাম ঝন্টু চন্দ্র বর্মণ। যিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফ্ট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার কর্মকর্তারা জানতে পারেন যে, দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইট নং বিজি ৫০৪৬ এর মাধ্যমে সোনা চোরাচালান সংঘটিত হবে। চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত ফ্লাইট নং বি জি ৫০৪৬ এ রামেজিং কালে বিমানের অভ্যন্তরে থাকা এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার ঝন্টু চন্দ্র বর্মণের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সোনা থাকার বিষয়ে অস্বীকার করেন। পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি সিটের হাতলে সোনা থাকার বিষয়ে স্বীকার করেন।

ঝন্টু বর্মণ এর দেয়া তথ্য মোতাবেক সিট নং ২১ সি এর হাতল ভেতর থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১ দশমিক ১৬০ কেজি সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে এবং উদ্ধারকৃত সোনার বার রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে।চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত বিমানকর্মীকে থানায় সোপর্দ করা এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।