বিমানবন্দরে ৫ কোটি ১০ লাখ টাকার বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি ১০ লাখ টাকার বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার রাত সাড়ে ১১টায় দুবাই থেকে আমদানি করা ওই সিগারেট জব্দ করা হয়। বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানে ৮ হাজার ৪৫০ কার্টনে মোট ১৬ লাখ ৯০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট ৩০৩, ৫৫৫ ও ব্লাক ব্র্যান্ডের। এ যাবৎ জব্দ হওয়া চালানের মধ্যে এটিই সবচেয়ে বড়।

শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে ঢাকা কাস্টম হাউসের সহযোগিতায় শুল্ক গোয়েন্দা রাত সাড়ে ১১টায় শাহজালালে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এই ৮ হাজার ৪৫০ কার্টনে আনা মোট ১৬ লাখ ৯০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।