বিমান বন্দর এলাকায় ড্রোন উড্ডয়নে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের পক্ষ থেকে দেয়া এক বার্তায় জানানো হয়,আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালাল বিমানবন্দর এলাকা ও এর আশপাশে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র গ্রহণ করে বেবিচক বরারবর আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
বেবিচক স্পষ্টভাবে জানায়, তাদের পূর্বানুমতি ছাড়া কেউ যেন কোনো ধরনের ড্রোন উড্ডয়ন না করে, সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


