বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার উপ পরিদরর্শক (এসআই) মোঃ জুয়েল মিয়া জানান, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশের মহাসড়কে ভোরে কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। তখন পথচারীরা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নাম্বার থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত কবিরের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। বাবার নাম লুৎফুল কবির।

ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।