বিমানবন্দর গোলচত্তর এলাকায় সড়ক দু্র্ঘটনায় এক ব্যক্তি নিহত

এস, এম,মনির হোসেন জীবন– রাজধানীর বিমানবন্দর গোলচত্তর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম রাহিমুল কবির (২৩)। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় থানা দোয়াচিন গ্রামের লুৎফুল কবিরের ছেলে।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির বিমানবন্দর থানার উপ পরিদরর্শক (এসআই) মো. জুয়েল মিয়া আজ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর পৌনে ৫ টার দিকে বিমানবন্দর থানার গোলচত্তর পুলিশ বক্সের দক্ষিণ পাশের সড়কে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় রাহিমুল কবির (২৩)। তখন পথচারীরা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্হলে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভোর পৌনে ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এক বছর আগে সে বিয়ে করে। তিনি চাকরির খোঁজে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।
নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ সনাক্ত করবেন। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ডিউটিরত অফিসার এএসআই আব্দুল খান জানান, নিহতের নাম রাহিমুল কবির (২৩)। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় থানা দোয়াচিন গ্রামের লুৎফুল কবিরের ছেলে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।