বিমানবন্দর থেকে ফের গ্রেপ্তার ইসরায়েলি ‘টিন্ডার সুইন্ডলার’

নেটফ্লিক্স ডকুমেন্টারিতে কুখ্যাত ইসরায়েলি প্রতারক সাইমন লেভিয়েভ, যার আসল নাম শিমন ইয়েহুদা হায়ুট, জর্জিয়ার বাতুমি আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। ইন্টারপোলের অনুরোধে তাকে আটক করা হয়, তবে কোন দেশ গ্রেপ্তার চেয়েছে তা প্রকাশ করা হয়নি।

লেভিয়েভ ফেব্রুয়ারিতে দুবাইয়ে টিকটকে দম্ভ করে বলেছিলেন, আর কখনো তাকে জেলে দেখা যাবে না। কিন্তু মাত্র সাত মাস পরই তিনি আবার কারাগারে ফিরলেন।
তার প্রতারণার শিকার নরওয়ের সিসিলি ফিয়েলহয়সহ অনেকে এ গ্রেপ্তারকে প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। লেভিয়েভ অতীতে ফিনল্যান্ড ও ইসরায়েলে প্রতারণার দায়ে কারাভোগ করেছিলেন।

২০২২ সালের আলোচিত নেটফ্লিক্স ডকুমেন্টারি দ্য টিন্ডার সুইন্ডলার-এ তাকে নারীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক হিসেবে তুলে ধরা হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

বর্তমানে জর্জিয়া তাকে কোন দেশে প্রত্যর্পণ করবে, তা এখনো স্পষ্ট নয়।